আবদুল্লাহ আল নোমান,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের বরাদ্দকৃত প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে।
(২৭ জানুয়ারি) বুধবার সকাল ১০ টার পরে উপজেলা নির্বাচন কমিশন অফিসার আখি সরকার এ তালিকা প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
এবারে রানীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে:মোস্তাফিজুর রহমান মোস্তাক -নৌকা, মাহমুদুন্নবী পান্না-ধানের শীষ, আলমগীর হোসেন-লাঙ্গল, নওরোজ কাউসার কানন – চামচ, আলমগীর সরকার- কেরামবোর্ড, রফিউল ভিপি-কম্পিউটার, রুকুনুল ইসলাম ডলার-রেল ইঞ্জিন, মোখলেছুর রহমান -হ্যাঙ্গার, মোকাররম-স্ত্রি, ইফতেখার আলম-মোবাইল ফোন,আব্দুল খালেক -জগ,সাধন বসাক- নারকেল গাছ মার্কায় একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কাউন্সিলর পদে পৌরসভার ৯ টি ওয়ার্ডে:মাইদুল ইসলাম- টেবিল ল্যাম্প, নুর আলম-উটপাখি, জিয়াউর রহমান-ডালিম, আব্দুল গফফার-গাজর , আসাদুজ্জামান-ডালিম, জুয়েল রানা -টেবিল ল্যাম্প, শেফাউল আলম শেফা-উটপাখি, মুনসুর -টেবিল ল্যাম্প, এনামুল -ডালিম, ইসাহাক হোসেন- উটপাখি, মতিউর রহমান-উটপাখি, মুক্তারুল হোসেন-টেবিল ল্যাম্প, শহিদুল-পাঞ্জাবি, মোকসেদ- ডালিম, নজরুল ইসলাম -পাঞ্জাবি, আবু তালেব-উটপাখি, সানোয়ার-পাঞ্জাবি, আক্তারুল-টেবিল ল্যাম্প, আবু সাঈদ-ডালিম, আব্দুর রাজ্জাক-পানির বোতল, নুর ইসলাম -উটপাখি, আমানুল্লাহ-ডালিম, সাদেকুল-পাঞ্জাবি, রুহুল আমিন-উটপাখি, এ বি এম হামিদুর রহমান খান-টেবিল ল্যাম্প, খাইরুল কবির- উটপাখি, শরিফুল ইসলাম- টেবিল ল্যাম্প, ইউসুফ আলী- পাঞ্জাবি, তোফাজ্জল হোসেন -ডালিম, মিঠুন রানা- উটপাখি, মোকসেদ -ডালিম, আব্দুল হাকিম- পাঞ্জাবি মার্কায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিযোগিতা করবেন।সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে, হালিমা আক্তার ডলি-আনারস, শ্রী বনিতা রানী সরকার-অটোরিকশা, মনোয়ারা বেগম-চশমা, মুক্তি রানী বসাক- টেলিফোন,মরিয়ম- অটোরিকশা, শামসুন নিহার-জবা ফুল, আমেনা -আনারস, শিউলি বেগম-জবা ফুল, নাজমা বেগম -চশমা, শ্রীমতি আদরী-আংটি, আনসারা বেগম -আনারস, জুলেখা-টেবিল ল্যাম্প, কামরুন নেছা -চশমা মার্কায় যার যার নির্ধারিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য যে, (১৪ ই ফেব্রুয়ারি) রবিবার রাণীশংকৈল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।