রাজু আহমেদ, রাজবাড়ী: ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নে রেশমা বেগম (৩০) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর সদরের শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।
জন্ম নেয়া তিন সন্তানের মধ্যে তিনটি ছেলে। তাদের নাম রেখেছেন-আদনান, রাফি, আয়য়ান।ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নে মা ও দুই সন্তান সুস্থ থাকলেও আরেক সন্তান অসুস্থ জানিয়েছেন চিকিৎসক।
গৃহবধূ রেশমা বেগম ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আদু মল্লিকের ডাংগি গ্রামের লালন মন্ডলের স্ত্রী।লালন মন্ডল পেশায় গ্যারেজ মিস্ত্রি।
শুক্রবার সরজমিনে গিয়ে পরিবার সূত্রে জানা যায়,রেশমা বেগমকে ফরিদপুরের এক চিকিৎসককে দেখালে পরীক্ষা-নিরীক্ষা করে যমজ সন্তানের কথা বলেন। বিষয়টি জানার পর লালন মন্ডল ফরিদপুর শিশু হাসপাতালে ভর্তি করান। সেখানে গত সোমবার রাতে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।
লালন মন্ডল জানান, তিন সন্তান জন্মের আগে তাদের ঘরে আরও দুটি সন্তান আছে।একটি ছেলে ও একটি মেয়ে তারা স্কুলে পড়ালেখা করেন। তাছাড়া তিনি জানান সদ্য জন্ম নেওয়া তিন সন্তানের জন্য প্রতি সপ্তাহে এক হাজার টাকা মূল্যের এক প্যাকেট দুধ কিনতে হয়। দুধ কেনা এবং সন্তানের লালন পালন করায় হিমশিক্ষাচ্ছেন তারা। তাছাড়া ৩ সন্তান দেড় কেজি ওজনের হয়েছে। পুষ্টি হীনতায় ভুগছেন তারা। তিনি তার সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।