নরসিংদী প্রতিনিধি: নরসিংদী পলাশে এক ব্যবসায়ীর দোকানে জোর করে তালা ঝুলিয়ে দেয় একটি মহল।উপজেলার ডাংগা বাজারে এক ব্যবসায়ীকে তার দোকানে জোর পূর্বক কয়েকটি তালা ঝুলিয়ে দেয়া হয়। ওই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী সফিউদ্দিন জানান, ডাংগা বাজারে আমার নিজের জায়দুল অয়েল মিল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত এক মাস পূর্বে আমি তাবলীগ জামাতের সফরে যাই। সফর শেষে ফিরে এসে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সাটারে আমার তালা নেই,সেখানে অন্য তালা লাগানো আছে। তখন আশপাশে খোঁজখবর নিয়ে জানতে পারি তোফাজ্জল খন্দকার গং আমার দোকানে আমার তালা ভাঙিয়া,সেই জায়গায় অন্য তালা লাগিয়ে দেয়।পরে আমি ডাংগা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির বরাবরে তোফাজ্জল খন্দকার গং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করিলে, কমিটির লোকজন দোকান ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পায়,আমার দোকান ঘরে রাখা সিন্দুকের তালা ভাঙ্গা ও কিছু মালামাল এলোমেলো। তখন আমি সবার সামনে বলি আমার সিন্দুকে ব্যবসায়িক নগদঅর্থ ২৬ লক্ষ টাকা ছিল ও প্রায় ২ লক্ষ টাকার মালামাল ছিল। এগুলো কোথায় ? সবকিছু নিয়ে গেছে। পরে আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভালো মতো পরিচালনা, ২৬ লক্ষ টাকা ও মালামাল ফেরতসহ সুষ্ঠু বিচারের দাবি করে তোফাজ্জল খন্দকার গং এর নামে নরসিংদী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পলাশ সি.আর আমলী আদালতে (পলাশ সি.আর,নং- ৫২২/২০২৪) একটি মামলা দায়ের করি।
আরও খবর...