সিরাতুন্নবী উপলক্ষে বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
১৭
বার পঠিত
»»»»» মাহামুদুল হাসান, বাঘা (রাজশাহী) »»»»»
রাজশাহীর বাঘায় সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব উপজেলা মডেল মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত নেতা শামসুজ্জোহা জুয়েল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাঘা উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা পৌরসভা আমীর অধ্যাপক সাইফুল ইসলাম। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,বাঘা পৌরসভা সেক্রেটারি মো: সাবদার আলী, বাঘা মডেল মসজিদের ইমাম মুফতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেন, তারিকুল ইসলাম, সাবেক শিবির নেতা সবুজ আলী, আইয়ুব আলীসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেত্রীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াত শিবির একটি সুসংগঠিত দল। তারা চাই বাংলাদেশকে ইসলামী ভাবধারা, পরস্পরের সহযোগিতা ও ভাতৃত্ববোধের মাধ্যমে একটি কল্যান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে । বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন জামায়াত ইসলামী চাই আল্লাহর কোরআন ও রাসূল( সা:) এর সুন্নাহের আলোকে একটি সুসংগঠিত, যুগোপযোগী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।