২৬/০৯/২০২৪ খ্রিঃ রোজ বৃহস্পতিবার , সকাল ১১.৩০ ঘটিকায় নবাগত পুলিশ সুপার, পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে সাংবাদিকদের সাথে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্য শারদীয় দুর্গা পূজো, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আমিরুল্লা, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।