১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটের সময় লোহাগাড়া আমিরাবাদ রাজঘাটা এলাকায় মহাসড়কে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক মোটর সাইকেল আরোহীর। নিহত মোটর সাইকেল আরোহীর নাম নাজিম উদ্দীন (৪৫)। তার বাড়ী আমিরাবাদ ইউনিয়নের ৯ ওয়ার্ডের সুখছড়ি কামার দীঘির পাড় সংলগ্ন বারেক চৌধূরী পাড়ায়। সে ঐ এলাকার নুরুল হকের পুত্র। জীবিকার্জন উপলক্ষে সে প্রবাসে থাকে। চার মাসের ছুটিতে স্বদেশে আসেন। আগামী ২৬ সেপ্টেম্বর সে পুনরায় বিদেশ পাড়ী দেওয়ার কথা। কিন্তু তার আগেই না ফেরার দেশের যাত্রী হলেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, নাজিম উদ্দীন পদুয়া খন্দকার পাড়ায় তার বোনের বাড়ীতে বেড়াতে যায়। ওখান থেকে তার ভাগিনা সাইদকে নিয়ে বাড়ী ফিরার পথে রাজঘাটা এলাকায় মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে রাস্তার মাঝখানে পড়ে যায়। তখনই চট্রগ্রাম মুখি অজ্ঞাত এক ঘাতক বাস তাকে সজোরে আঘাত করে, সাথে সাথে তার মাথা থেতলে যায়। ফলে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। আর তার সাথে থাকা ভাগিনা সাঈদ মারাত্মকভাবে আহত হয়। ঘটনাস্থলের পাশে থাকা লোকজন সাঈদকে সরকারী হাসপাতালে প্রেরণ করেন। ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজিম উদ্দীনের মরদেহ মহাসড়ক হতে উদ্ধার করেন। হাইওয়ে পুলিশ জানান, খবর পেয়ে ফোর্স পাঠাচ্ছি। আইনী কার্যক্রম শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে এবং আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত নাজিম উদ্দীন বিবাহিত জীবণে চার সন্তানের জনক। তার এহেন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্বীয় স্বজন ও এলাকার মানুষ গভীরভাবে শোকাহত।