আবু রায়হান,মাদারগঞ্জ(জামালপুর): জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক ফাইযুল ওয়াসীমা নাহাত। বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
এ সময় এসিল্যান্ড সায়েদা খানম লিজা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও এনজিও প্রতিনিধি এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।
আরও খবর...