পিরোজপুরের মঠবাড়িয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, থানার ওসি রেজাউল করিম রাজীব, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (ভারপ্রাপ্ত) বাদল কুমার দাস, ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, ফজলুল হক রাহাত খান, হারুন অর রশিদ তালুকদার, এবিএম ফারুক হাসান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, আবু হানিফ খান, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার ও সাংবাদিক মনির আকন প্রমূখ।
বক্তারা পল্লী বিদ্যুৎ সমস্যা, পৌরসভার অনিয়ম, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।