শ্রীপুরে কাওরাইদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ শারফুল ইসলাম
সর্বশেষ পরিমার্জন :
মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
১০৮
বার পড়া হয়েছে
আবুসাঈদ বিশেষ প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলা কাওরাইদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শারফুল ইসলাম। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি ও ব্যাপক সু -পরিচিতি লাভ করেছেন এবং এক জন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে।স্থানীয় সূত্র থেকে জানা যায়, মোঃ শারফুল ইসলাম জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়, করোনা মহামারী শুরু থেকে তার সাধ্য অনুযায়ী মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। তা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে অসহায় গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সকল শ্রেণী পেশার মানুষ তার আচরণ ব্যবহারে মুগ্ধ।দলীয় নেতাকর্মীরা ও স্থানীয়রা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন কাওরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ শারফুল ইসলাম কে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানায়।মোঃ শারফুল ইসলাম আসন্ন কাওরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীককে মনোনীত হলেন ও জয় যুক্ত হয়ে ইউনিয়ন এর সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষের সেবা করতে চান। কাওরাইদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নে প্রতিটি গ্রামে মোড়ে, চায়ের দোকানে, বিভিন্ন রাস্তাঘাটে, পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিন রাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন তিনি।নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ শারফুল ইসলাম বলেন, আমি পারিবারিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের সন্তান। সেই সুবাদে নিজের সূচনা লগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।কাওরাইদ ইউনিয়নের প্রতিটি মসজিদে আমি আমার সাধ্যমত অনুদান দিয়েছি। পবিত্র ঈদুল ফিতরের সময় আমি আমার নিজ অর্থায়নে নিজ হাতে কাওরাইদ ইউনিয়নে ছয় হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। শারদীয় দুর্গা উৎসবের সময় কাওরাইদ ইউনিয়নের বারোটি দুর্গা মন্দিরে অনুদান দিয়েছি। তিনি আরো বলেন ভাওয়াল গড়ের অন্যতম জনপদ কাওরাইদ ইউনিয়নের সন্তান হিসেবে আমিও প্রার্থী হয়েছি। আমি অবহেলিত ও বঞ্চিত কাওরাইদ ইউনিয়ের মানুষের দোরগোড়ায় নানামুখী উন্নয়নমূলক সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। তিনি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ‘গ্রাম হবে শহর’ কর্মসূচিও। আমি ক্লীন এন্ড গ্রীণ সিটির স্বপ্ন দেখি। সেদিক থেকে ইউনিয়ন সেবক হলে আমার প্রথম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার একটি থাকবে পরিচ্ছন্ন জনপদের অঙ্গিকার। এই ইউনিয়নে আন্তর্জাতিক মানের ডাম্পিং ষ্টেশন করার পরিকল্পনা ও অতিদ্রুত বাস্তবায়নের চেষ্টা থাকবে।শুধু বাৎসরিক বাজেট প্রণয়ন, প্রকাশ এ জাতীয় অনুষ্ঠানে নয়, আমি সামগ্রিক উন্নয়ন ও পরিকল্পনার কাজে সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে, তাদের অংশগ্রহনে জবাবদিহিতা মূলক ইউনিয়ন নিশ্চিত করব। সেইসাথে দীর্ঘদিনের জেঁকে বসা দুর্নীতির মূল উৎপাটন করব। জনগণের সেবা নিশ্চিতকল্পে সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহনে একটি মনিটরিং কমিটি গঠন করা হবে। একটি আধুনিক ইউনিয়ন গঠনের সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গিকার হবে আমার নির্বাচনী স্লোগান।নৌকার মনোনয়নপ্রত্যাশী শারফুল ইসলাম আরোও বলেন, অতিরিক্ত টেক্সের বুঝা কমানো, প্রত্যেক বাড়িতে নাম্বার হোল্ডিং লাগানো, যেহেতু আয় ব্যয় জনগণের সুতরাং বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করা আমার নৈতিক দায়িত্ব। আমি রাষ্ট্র কিংবা জনগণের এক চিমটি আমানতের খেয়ানত করব না। আমি বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহি দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী।আমি আমার দলের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আর আমার দল এদেশের গণমানুষের দল। এর বাইরে থেকেও দলমত নির্বিশেষে আপামর জনসাধারনের সেবক হওয়ার আন্তরিক ইচ্ছা আমার আজন্মের। নির্মল সবুজাচ্ছন্ন শহর, বসবাসের উপযুক্ত পরিচ্ছন্ন নগরায়ন, সকল প্রকার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, জবাবদিহিতামূলক ইউনিয়নের স্বপ্ন আমার আজন্মের। শাসক নয়, ইউনিয়ন পিতাও নই আমি আপনাদের সন্তান হিসেবে, সেবক হিসেবে পাশে থাকতে চাই। রাজনৈতিক জীবনে আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ। সবাইকে সাথে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। তাই চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চাই। মানুষের সেবা করার সুযোগ চাই। ইউনিয়নকে আধুনিকভাবে সাজিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চাই।