পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কুষ্টিয়া পুলিশ সুপারের মতবিনিময়
সর্বশেষ পরিমার্জন:
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
২৪
বার পঠিত
»»»»» »»»»»
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এ মতবিনিময় সভা করা হয়।
এসময় কুষ্টিয়া জেলার নব নিযুক্ত পুলিশ সুপার জনাব মিজানুর রহমান সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন এবং কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার মহোদয়কে অবহিত করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এ্যান্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল এবং জনাব মোঃ আব্দুল খালেক, সহকারি পুলিশ সুপার(মিরপুর সার্কেল), কুষ্টিয়া, ডিআইও ১ (ডিএসবি), অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স, কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।