উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসির ২২৫ তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।
ভেড়ামারা শাখার ব্যাবস্থাপক আমিনুল ইসলাম’র সার্বিক তত্বাবধায়নে, খুলনা জোনের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ আবদুল মান্নাফ অনুষ্ঠানে সভাপতিত্বে এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অর পিআর জালাল আহমেদ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবীব উল্লাহ, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. নুরুল আমীন জসিম, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক হিসনা বানীর সম্পাদক আরিফুজ্জামান লিপটন, কুষ্টিয়ার মুখ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ফিরোজ মাহমুদ, ব্যবসায়ী মদন কুমার আগরওয়ালা, রাসেল ইসলাম সহ আরো অনোে এসময় উপস্থিত ছিলেন।