মো সাদিকুর রহমান,বগুড়া জেলা প্রতিনিধি: সাম্প্রতিক বগুড়া শহর শ্রমিকদল এর যুগ্ম আহ্বায়ক সোহাগ ও হায়দারের নেতৃত্বে যুবলীগ ও শ্রমিকলীগ নেতাকে বগুড়া জেলা শ্রমিক দল কার্যালয়ে শহর শ্রমিক দল নেতৃবৃন্দকে ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সং:ঘর্ষ ঘটে। যুবলীগ ও শ্রমিকলীগ নেতা রাসেল বগুড়া শহর শ্রমিক দল কার্যালয়ে ফাইল কেবিনেট, ঘড়িসহ আসবাপত্র প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বগুড়া জেলা শ্রমিক দলে যোগদান করায় শহরের গালাপট্টি শহর শ্রমিক দল কার্যালয়ে সামনে বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা ও জাতীয়তাবাদী হোটেল রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলীর সাথে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জেরে বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়া টুকুর রাইস মিলের সামনে ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নির্বাহী সদস্য ও বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাঙ্গার বাড়িতে গত সোমবার দুপুরে (১৬—০৯—২০২৪) বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক সোহাগ ও হায়দারসহ ৮ -৯ জন সন্ত্রাসীরা নুর মোহাম্মদ রাঙ্গার ওপর হামলা করে।এ সময় এলাকার লোকজন তাদেরকে ধরে গণপি’টুনি দিয়ে আটকে রাখেন, পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে ২ ঘন্টা পরে তাদেরকে ছেড়ে দেন।
এ ঘটনায় নুর মোহাম্মদ রাঙ্গা জানান এ ব্যাপারে জেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট অভিযোগ দাখিল করবো এবং আইনী ব্যবস্থা গ্রহণ করবো। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি একরাম হোসেন, সহসভাপতি আব্দুল বাছেদ আকন্দ, সাধারণ সম্পাদক আহসান হাবীব ফিরোজ, সহসাধারণ মুকুল মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও খবর...