বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষকরা।মঙ্গলবার বেলা ১২টায় মানববন্ধন শেষে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, একই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে বৈষম্যের শিকার হচ্ছেন বেসরকারি শিক্ষকরা। অবিলম্বে এ বৈষম্য দূর করে মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, আমতলী বন্দর হোসাইনিয়া ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ ইউনুস হাওলাদার, আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এম এ হান্নান , মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির ,উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী , বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন আমতলী উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির ,বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিন আমতলী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ।