মো:আবুল কালাম,ঝিনাইদহ: শিক্ষাভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর উপজেলা সহকারি মাধ্যমিক কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজারদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় ঝিনাইদহের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লাগারতার মানববন্ধন ও কর্মবিরতি পালন অব্যাহত আছে। দেশের রাজধানীসহ মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়েরশিক্ষকগন । বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে দীর্ঘদিনের বঞ্চনার কারণে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যেমন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমগ্রেডের বদলি যোগ্য সমপদ। সিনিয়র শিক্ষক/ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদোন্নতির নীতিমালায় ৫০% পদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের জন্য সংরক্ষিত। সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি হয়েছে ২০২০ সালে। অথচ অজানা কারণে তাদের প্রাপ্য ৫০% পদে আজ পর্যন্ত পদায়ন করা হয়নি! উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রজেক্ট থেকে পরবর্তীতে রাজস্ব খাতে স্থান্তারিত হন। তাদের পদ ব্লক পোস্ট।
সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষক কর্মরত। বিসিএস নন ক্যাডার থেকে নিয়মিত তাদের পদায়ন দেয়া হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তারা পাঠদান করেন। তারপরও ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাদের ন্যায় সঙ্গত দাবি মেনে না নেওয়ায় তারা কর্মবিরতি দেয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তারা দাবী জানিয়েছেন আগামী ১০ কর্মদিবসের মধ্যে শিক্ষকদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। মাধ্যমিক শিক্ষা প্রশাসনের যে যে পদে সরকারি মাধ্যমিক শিক্ষকদের পদায়নের নীতিমালা রয়েছে সে অনুযায়ী তাদের পদায়ন দিতে হিবে। যেমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে সিনিয়র শিক্ষক থেকে পদায়ন,সরকারি শিক্ষক থেকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন ও প্রধান শিক্ষক থেকে জেলা শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন দিতে হবে। আগামী এক মাসের মধ্যে সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দিতে হবে। আদালতের নিষেধাজ্ঞা না থাকায় বিভিন্ন ব্যাচের বকেয়া টাইমস্কেল/ সিলেকশনগ্রেড বাস্তবায়ন করতে হবে।
এসকল দাবিতে দেশের অন্যান্য স্থানের মত ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়,ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হরিনাকুণ্ডু সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলডাঙ্গা ভূষণ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও শৈলকূপা সরকারী মাধ্যমিক বিদ্যালয এবং মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন কালো ব্যাজ ধারণ করে লাগাতার কর্মবিরতি পালন করে যাচ্ছে বলে জানান হরিনাকুণ্ডু সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা খাতুন।