শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি
সর্বশেষ পরিমার্জন:
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
১৫
বার পঠিত
»»»»» শাহাদাত হোসেন নোবেল,খুলনা »»»»»
খুলনার দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষা অফিসের সম্মুখে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ এর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে শিক্ষকরা বলেন আমরা বৈষম্যের কারণে মানবেতর জীবনযাপন করছি। একজন বেসরকারি মাধ্যমিক শিক্ষকের বেতন কাঠামো খুবই কম। আমরা শিক্ষকরা জাতি গঠনে সহায়তা করি কিন্তু আমরাই আজ অবহেলিত। স্বাধীন রাষ্ট্রের শিক্ষকরা এখনো বৈষম্যের মধ্যে আছে। আমাদের প্রাণের দাবি আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণ চাই। তারা আরো বলেন যে, পতিত সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। বৈষম্য দূরীকরণের মাধ্যমে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। পরে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানায়।
বর্তমানে দেশে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আছে ২০ হাজারেরও বেশি। এরমধ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৬৮৪টি। বাকিগুলো বেসরকারি। সরকারি ও বেসরকারি মিলে মাধ্যমিকের মোট শিক্ষক আছে পৌনে তিন লাখেরও মতো।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দিঘলিয়া উপজেলা সেনহাটী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক, হাছেনিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ কায়েচুর রহমান, আয়তুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম, চন্দনী মহল এপেক্স বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন লস্কর, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বিশ্বাসসহ আরো অনেক শিক্ষকবৃন্দ।