সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডের দাবীতে আজ ২৯ সেপ্টেম্বর, রবিবার দুপুর ৩ টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ গেটের সামনে মানব বন্ধন করেন নাগেশ্বরী উপজেলার প্রাথমিক শিক্ষক বৃন্দ। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে স্বারক লিপি জমা দেন।
মাস্টার্স পাস একজন প্রাথমিক শিক্ষকের গ্রেড ১৩তম, শিক্ষক হিসেবে এর চেয়ে লজ্জার আর কী থাকতে পারে। এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা একই সঙ্গে অবিলম্বে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি তাদের।মানববন্ধনে প্রাথমিক শিক্ষক মশিউর রহমান পান্না বলেন, শিক্ষকরা সম্মানের সঙ্গে বাঁচতে চান, তাই ১০ম গ্রেডের বিকল্প নেই। অষ্টম শ্রেণি পাস ড্রাইভারের বেতন গ্রেড ১২তম। অথচ স্নাতক পাস শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম। এর চেয়ে লজ্জার আর কী থাকতে পারে? তাই ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ও প্রাথমিক উপদেষ্টার সহযোগীতা চান প্রাথমিক শিক্ষকেরা।