পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ বানেশ্বর প্রেসক্লাবে’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর কেন্দ্রীক সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বানেশ্বর ডায়াবেটিক সেন্টারের একটি রুমে আহবায়ক কমিটির সাধারণ সভায় এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ৫ সদস্যের আহবায়ক কমিটি ‘বানেশ্বর প্রেসক্লাব’ এর কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে জামাল দ্বীন সুমনকে সভাপতি এবং আবু সুফিয়ান সুমনকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা ড. জাহাঙ্গীর আলম ও উপদেষ্টা প্রভাষক মোঃ আব্দুল মমিন।
বিদায়ী আহবায়ক কমিটির ৫ সদস্যের সিদ্ধান্ত মোতাবেক নিম্নের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি জামাল দ্বীন সুমন ( দৈনিক নতুন প্রভাত), সহসভাপতি মোঃ আফজাল হোসেন (নন্দন কমিউনিটি টিভি), সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সুমন (দৈনিক রাজশাহী প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মোঃ সিহাবুল আলম সম্রাট ( বাংলাদেশ সমাচার), তথ্য সম্পাদক রাকিবুল রাজিব (দৈনিক সময়ের কথা), মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মাহাফুজা ইসলাম (দৈনিক বাংলাদেশ আপডেট), ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মানিক হোসেন (বিডি টুডে), প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন জয় (বিটিসি নিউজ), দপ্তর সম্পাদক মোঃ সিজার হোসেন (দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন), নির্বাহী সদস্য (১) আমিরুল রুমি ( দৈনিক বাংলাদেশ বার্তা ), নির্বাহী সদস্য (২) মোঃ মাহফুজুর রহমান তুহিন ( দি পিপলস নিউজ), সদস্য বদিউজ্জামান বিপুল (দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন), সদস্য মেহেদী হাসান মিলন (দর্পন টিভি), সদস্য রাকিবুল শান্ত।