নুর মোহাম্মদ, (রোকন) কুড়িগ্রাম: উলিপুর জাগরণী সংসদ (উজাস) নির্দিষ্ট সময় পর পর ৬ মাস মেয়াদী কমিটি প্রদান করে। এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: ০৬ মাস মেয়াদী নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন, যে পরিষদের মেয়াদ ১৭ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনের গঠনতন্ত্রের আইনের ধারা মোতাবেক সকল সদস্যের মাঝে নির্বাচন করে গঠন করা হয়েছে।এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করেন মোট ২ জন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন মোট ৬ জন। নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি:। উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয় মোঃ রাকিবুল ইসলাম (রাতুল) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ নাছিম ইকবাল ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: মোঃ আলী আকরাম শুভ ও সহ-সাধারণ সম্পাদক: আবু রায়হান আলী, সাদিদ রহমান, ইশরাত জাহান, মুহাম্মদ সাগর ইসলাম ।সাংগঠনিক সম্পাদক: মোঃ বায়জিদ ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, ফেরদৌ-সুল-ইসলাম ।তথ্য ও যোগাযোগ সম্পাদক: মোছাঃ খাদিজা সরকার, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক: খালেদ মাহমুদ সুমন, অর্থ সম্পাদক : তানভীর সিয়াম ও সহ-অর্থ সম্পাদক: নুসরাত জাহান, কোষাধ্যক্ষ: বায়জিদ বোস্তামী, দপ্তর সম্পাদক: মোঃ জোবায়ের ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক: আকাশ মনি, শিক্ষা বিষয়ক সম্পাদক: লিমন ইসলাম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক: মোঃ রাকিব, ধর্ম বিষয়ক সম্পাদক: আবু-তালহা, ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ রবিউল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: মোছাঃ ফাতেমা বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক: ও এফ এস ফারুক, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক: শোহেল, কার্যনির্বাহী সদস্য: আরাফাত ইসলাম আতিক, মোছাঃ রিমা খাতুন, মুরাদ হোসাইন, সিফাত বিন সাদিয়া, খালিদ হাসান খোকন, মোঃ রাফি ইসলাম, এম এম মুঈন ফারায়েজি, মিম ইসলাম, উত্তম চন্দ্র বর্মন, হাবিব হাসান হাফিজুর, লিটন রবি, মিশরাত জাহান, মোঃ শাহ্ আলম মিয়া, নাজিয়া আক্তার, নাঈম ইসলাম নয়ন, আহাদ আলী, আলমিনা আক্তার আলো, রোহিত হাসান, জাকির মিয়া, মোছাঃ আঁখি মনি, রাকিবুল ইসলাম বায়জিদ, মোঃ মনিরুল ইসলাম মনির, মুহাম্মদ সাউদ, নাজমুল ইসলাম মনোনীত হয়েছেন।সাংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এর মাধ্যমে পরবর্তী ৫০ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কার্যনির্বাহী পরিষদ তৈরি করা হয়।উক্ত কমিটি ঘোষণার জন্য উলিপুর জাগরণী সংসদ (উজাস) একটি আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও গণবুদ্ধিজীবী নাহিদ হাসান নলেজ, ট্রাষ্টি, শিল্পী কল্যান ট্রাষ্ট, সংস্কৃতি মন্ত্রালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রফিকুল ইসলাম আনছারী, প্রতিষ্ঠাতা, আনছারী ইনস্টিটিউট ও উপদেষ্টা, উজাস। মুকুল হাসান মামুন, টি এস ও, আবুল খায়ের গ্রুপ ও উপদেষ্টা, উজাস। সাজেদুল ইসলাম, অফিসার (এম.বি.ডি), ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, লালমনিরহাট শাখা ও উপদেষ্টা উজাস। মোঃ মোজাম্মেল হক মানিক,বিশিষ্ট ব্যবসায়ী, উলিপুর। এ এস এম সাজ্জাদুল ইসলাম প্রতিষ্ঠাতা, শিল্পী আব্বাস উদ্দিন পাঠাগার। সভাপতিত্ব করেন, ড. আব্দুল হাকিম ফারায়েজি সহকারী অধ্যাপক, চিলমারী সরকারি কলেজ, চিলমারী ও উপদেষ্টা, উজাস। আরো উপস্থিত থাকেন সামাজিক গুণী ব্যাক্তিবর্গ ও উলিপুর জাগরণী সংসদ (উজাস) এর উপদেষ্টা মন্ডলী সহ সকল সদস্য। স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবিক সহায়তায় অদম্য গতিতে এগিয়ে মানব সেবা করে যাচ্ছেন উলিপুর উপজেলা সহ বিভিন্ন জায়গায়। উলিপুর জাগরণী সংসদ (উজাস) -এর একটি অঙ্গ সংগঠন ‘জাগরণী ব্লাড ব্যাংক’ স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করেছে আসছে। উক্ত অঙ্গ সংগঠন ইতো মধ্যে দুইশত ব্যাগ রক্ত বিভিন্ন মুমূর্ষু রেগীর মাঝে বিনামূল্যে ডোনেট করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ নাছিম ইকবাল।উলিপুর জাগরণী সংসদ (উজাস) সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করেও বেশ প্রশংসা কুড়াচ্ছেন। উলিপুর জাগরণী সংসদ (উজাস) বেকারত্ব দূরীকরণে বেশ তৎপর। এছাড়াও বিভিন্ন ধরনের মানবিক কাজ করে আসছে মানবতার উন্নয়নে।উলিপুর জাগরণী সংসদ (উজাস) -এর উল্লেখযোগ্য কিছু প্রকল্প:
এগুলো ছাড়াও উলিপুর জাগরণী সংসদ (উজাস) -একটি পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। যার নামকরণ করা হয়েছে, জাগরণী পাঠাগার । তারা বই পড়ার মধ্যেমে মানবতার উন্নয়ন সাধন করতে চায়। পাঠাগার স্থাপন আপনিও এগিয়ে আসুন তাদের পাশে। ০১৭৬১-২০৬৫৯১ (কল, ইমো, ওয়াটস্অ্যাপ, টেলিগ্রাম)
ফেসবুক পেজ: www.facebook.com/ujs.offiicial উলিপুরের বুকে এক ঝাঁক তরুণ সেচ্ছাসেবীর হাত ধরে ২০২২ সালে স্থাপিত সংগঠনটি ‘বেশ আলোড়ন সৃষ্টি করেছে, সাধারণ মানুষের কল্যাণে অনর্গল কাজ করে । এক ঝাঁক নিবেদিত তরুণ স্বেচ্ছাসেবীর তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে উলিপুর জাগরণী সংসদ (উজাস)