প্রেমিক রণবীর কাপুর প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেও বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিনের পার্টিতে একটুও ভাটা পড়েনি। জমকালো আয়োজনেই জন্মদিন উদযাপন করেছেন জনপ্রিয় এ নায়িকা।
অথচ রণবীর কোভিড আক্রান্ত হওয়ার পর মন খারাপের স্ট্যাটাস দিয়েছিলেন আলিয়া। ফলে ধারণা করা হচ্ছিল- আলিয়ার এবারের জন্মদিনের অনুষ্ঠান হয় তো ভেস্তে যাবে।
গত ৬ মার্চ আলিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জন্মদিনের একটি ছবি পোস্ট করেন। দামি পোশাক পরা ওই ছবির পেছনে মদের নানা ব্র্যান্ডের বোতল শোভা পাচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ ছিল আলিয়ার জন্মদিন। এ উপলক্ষ্যে নামকরা চিত্রনির্মাতা করণ জোহর তার বাসায় এক পার্টির আয়োজন করেন।
এ রাতে অনেক বলিউড তারকা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আলিয়া তার জন্মদিনের রাতে একটি কালো রঙের খাটো ফ্রকে সবার নজর কেড়েছিলেন। তবে সবচেয়ে অবাক হওয়ার মতো ব্যাপার হলো এই পোশাকের দাম।
জন্মদিনের রাতে কালো যে মিনি ফ্রকে উষ্ণতা ছড়িয়েছিলেন আলিয়া, তার দাম দুই লাখ টাকার বেশি।