1. smborhan.elite@gmail.com : Borhan Uddin : Borhan Uddin
  2. arroy2103777@gmail.com : Amrito Roy : Amrito Roy
  3. news.rifan@gmail.com : admin :
  4. holysiamsrabon@gmail.com : Siam Srabon : Siam Srabon
  5. mdr028999@gmail.com : Rayhan : Md Rayhan
 ঝুঁকিপূর্ণ সেতুর কারনে, ক্ষতিগ্রস্ত ভূরুঙ্গামারীর ব্যাবসা বাণিজ্য - The NAGORIK VABNA
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি/সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা শীঘ্রই নির্দেশনাবলী পড়ে আবেদন করুন অথবা 09602111973 বা 01915-708187 নাম্বারে যোগাযোগ করুন...
আজকের শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ও পবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা খুবিতে প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রফেসর রেজাউল করিম আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ববি ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না: নুসরাত ফেসবুকে বিতর্কিত পোস্ট, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ কল্যান সভা ও মত বিনিময় গাইবান্ধায় পরিকল্পিতভাবে ইউপি সদস্যকে হত্যার অভিযোগ কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বিভিন্ন স্থানে খানাখন্দ, ভোগান্তিতে যান ও মাল পরিবহন মহানবী (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ছাত্রী হলে ভোজের আয়োজন

 ঝুঁকিপূর্ণ সেতুর কারনে, ক্ষতিগ্রস্ত ভূরুঙ্গামারীর ব্যাবসা বাণিজ্য

  • সর্বশেষ পরিমার্জন: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

»»»»» »»»»»

শাহীন শহীদঃ ভূরুঙ্গামারীতে ‘ঝুঁকিপূর্ণ সেতু, যানবাহন চলাচল নিষেধ’ ব্যানার ঝুলিয়ে দেওয়া সেতুর ওপর দিয়ে মানুষের চলাচল অব্যাহত রয়েছে। সম্প্রতি উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী এলাকার ফুলকুমার নদের ওপর সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পক্ষ থেকে এর মুখে ওই ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।ফুলকুমার নদের ওপর প্রায় ৩৩ মিটার লম্বা ও ২ দশমিক ৫ মিটার প্রস্থের সেতুটি নব্বইয়ের দশকে নির্মাণ করা হয়। সম্প্রতি সেতুটির পাটাতন ভেঙে গর্তের সৃষ্টি হয়। এ ছাড়া এর একপাশ হেলে পড়াসহ রেলিং ভেঙে গেছে। বর্তমান পরিস্থিতিতে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে স্থানীয়রা চলাচল করছে। সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যসহ নানা রকম ক্ষতি হচ্ছে।

এলাকাবাসী  জানায়, মানিককাজী, পশ্চিম ভোটহাট, পূর্ব ভোটাহাট এবং জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় ও বাউসমারী গ্রামের কয়েক হাজার মানুষ সেতুটি দিয়ে চলাচল করে। এ ছাড়া প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী সেতুটি দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে দ্রুত সেখানে একটি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলকার জনসাধারণ ।

মানিককাজী ঘাটপাড় বাজারের ব্যবসায়ীরা বলেন, ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের গাড়ি বাজারে এসে পণ্য দিয়ে যেত। সেতুতে বড় গর্তের সৃষ্টি হওয়ায় গাড়ি বাজারে ঢুকতে পারছে না। ব্যবসায়ীদের উপজেলা সদর থেকে পণ্য আনতে হচ্ছে। তাতে সময় ও পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইছাহাক আলী বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়ে উপজেলা প্রকৌশলীর দপ্তরে অনেক আগেই জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেকোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে। ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেন বলেন, সেতুটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সেতুটির বর্তমান অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবগত করা হয়েছে। সয়েল টেস্টসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে পুরোনো সেতুটি সরিয়ে নিয়ে সেখানে নতুন সেতু নির্মাণ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও খবর...

আপনি কি লেখা পাঠাতে চান?