সাভারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ পরিমার্জন:
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৯
বার পঠিত
»»»»» আকতার হোসেন, সাভার (ঢাকা) »»»»»
সাভারে সাভার পৌর, আশুলিয়া থানা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাসন এলাকায় সাভার পৌর ও আশুলিয়া থানা বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার( ২৭ সেপ্টেম্বর ) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতার জন্য দোয়া ও মিলাদ মাহফিলসহ সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল সরকার।এসময় অন্যান্য অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন,ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল গফুর , সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল, সাভার থানা যুবদলের সাবেক সভাপতি মো: গোলাম হোসেন ডালিম,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন,সাভার পৌর ছাত্রদলের সাবেক সম্পাদক মোহাম্মদ এমদাদ, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোতালেব।