নবগঠিত প্রেসক্লাব এর সদস্যগণ, উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য সাক্ষাত
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
৬
বার পঠিত
»»»»» এ,এস সুমন, পুঠিয়া (রাজশাহী) »»»»»
পুঠিয়া বানেশ্বরে নবগঠিত “বানেশ্বর প্রেসক্লাব” এর সদস্যগণ, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম নূর হোসেন নির্ঝর মহোদয় এর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
উল্লেখ গত ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় বানেশ্বর ডায়াবেটিক সেন্টারে “বানেশ্বর প্রেসক্লাব” এর নবগঠিত কমিটি গঠন করা হয়।নির্বাহী অফিসারকে প্রধান উপদেষ্ঠা করে ১৩ সদস্য বিশিষ্ট বানেশ্বর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির।
সভাপতি জামাল দ্বীন সুমন এর নেতৃত্বে সহ সভাপতি জনাব আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সুমন, সাগঠনিক সম্পাদক সম্রাট সহ সাংবাদিকদের ১০ জন প্রতিনিধি এ সময় উপস্হিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের স্বাগত জানান এবং সাংবাদিকদের কার্যক্রমে
সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন-তিনি সাংবাদিকদের প্রতি আস্হাশীল
সকল ভয়ভীতির উর্দ্ধে থেকে তিনি তথ্যনির্ভর সংবাদ প্রকাশের আহ্বান জানান।