মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নবীকূলের শিরমনি, বিশ্বনবী ও রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীনগর উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১০ টার দিকে একটি জশনে জুলুস নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর ভিতরের মাঠে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আলহাজ্ব এনামুল হক কুতিবি হুজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা এম এ মতিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম, মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় কমিটি, নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ ,নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু মুসা, নবীনগর গাউছিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ প্রমুখ।