ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় কুঁচকিতে চোট পান অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট সিরিজ থেকে সাকিবের ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল।
অবশেষে সেই শঙ্কার অবসান ঘটিয়ে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটের ‘সুপারম্যান’।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল সাকিবকে। প্রথম দিনের অনুশীলনে বেশ লম্বা সময় নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি।
শুরুতে নেটে ৩৫ মিনিটের মতো ব্যাট করেন। নেট বোলারদের হালকা নক করে পরে টেস্ট সিরিজের দলে ঠাঁই পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের স্পিনে অনুশীলন করেন। মিনিট বিশেক তার স্পিন খেলার পর পেসার তাসকিন আহমেদের পেস আক্রমণকে ঝালিয়ে নেন। পাশাপাশি খেলেন থ্রো-ডাউনও। পরে সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতিতে পেস-স্পিন দুটোইতেই ব্যাট করেন ১৫।মিনিট।
সাকিবের এমন অনুশীলন দেখে বোঝাই যাচ্ছে, কুঁচকির চোট ভালোই কাটিয়ে উঠেছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও এদিন বোলিং করতে দেখা যায়নি তাকে।
গত ২৬ জানুয়ারি ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান লাগে সাকিবের। প্রাথমিক চিকিৎসা শেষে স্বস্তি অনুভব না করায় মাঠ ছেড়ে যান ৪.৫ ওভার বোলিং করে।
সেই সময় জানানো হয়, স্ক্যান রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানানো হবে।
এর তিনদিন পর বিসিবির চিকিৎসক মঞ্জুর ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেন, সাকিব প্রাথমিক ইনজুরি কাটিয়ে উঠেছেন এবং টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা নেই।
প্রসঙ্গত নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ‘পোস্টার বয়’ অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে হয়ে যাওয়া দুটি ঘরোয়া টি-টোয়েন্টিতে অংশ নেন। সেখানে ভালো না করলেও আন্তর্জাতিকে নিজের জাত চেনান সাকিব। সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তিনি। টেস্ট সিরিজেও দলের মূল ভরসা তিনিই। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।