মোঃ সিরাজুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পৌর ১ নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ২৯ জানুয়ারি শুক্রবার দুপুরে এক এজাহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, উপজেলার শ্রীদাম দত্ত পাড়া এলাকার মৃত ফজলু খাঁনের ছেলে সেলিম খাঁন (৩৬) এবং গোয়ালন্দ পৌর ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকার মো.হাবিজাল সরদারের ছেলে রাশেদুল সরদার (৩৭)।তারা চা দোকানের আড়ালে দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যাবসা করে আসছিল। অবশেষে সেলিম খান তার এক সহযোগী সহ গ্রেফতার হোন। সে দীর্ঘ দিন ধরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে চায়ের দোকান দিয়ে ব্যাবসা করে আসছিল।
এজাহার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. মোতালেব মুন্সি ও এএসআই মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ পৌর ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকায় নিজামের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবা সরবরাহ করার সময় তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।