হারুন অর রশিদ, নিলফামারী প্রতিনিধিঃ তৃতীয় ধাপের পৌর নির্বাচন আগামী ৩০ জনুয়ারি অনুষ্ঠিত হবে। এরই পরিপ্রেক্ষিতে নীলফামারীর জলঢাকা পৌরসভার নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,নিলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম) ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন ও থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ।
মতবিনিময় অনুষ্ঠানটি পরচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।
আগামী ৩০ জানুয়ারী পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ১৫ টি কেন্দ্রে ১’শটি বুথে ভোট গ্রহন করা হবে। ইতিমধ্যে নির্বাচন অফিস থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে। এ নির্বাচনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-০১ জন, নির্বাহী ম্যাজিস্ট্রট ৯ জন, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবে ১৫ জন, সহকারী প্রিজাইডিং ১’শ জন, পুলিং অফিসার ২০০জন, এছাড়াও র্যাব , বিজিপিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগন এই নির্বাচনে দায়িত্ব পালন করবে।