আবদুল্লাহ আল নোমান,রানীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রানীশংকৈলে (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার ইকো ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ ও প্রোমোট যুব নেটওয়ার্কের আয়োজনে বন্দর বড় ব্রিজ সংলগ্ন ও কুলিক নদীর সামনে টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও ক্যাম্পেইন উপলক্ষে মানববন্ধন করেছে ইএসডিও প্রোমোট প্রকল্প।
এসময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল এসডিওর প্রকল্পের সমন্বয়ক আক্তারুল ইসলাম ও টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও সংগঠনের সদস্য সহ প্রোমোট যুব নেটওয়ার্কের সকল সদস্যরা।
এসময় বক্তারা বলেন,ভূমিদস্যুদের কাছ থেকে আমরা যদি নদীকে রক্ষা না করতে পারি তবে একদিন নদী বিলীন হয়ে যাবে। সাথে আমাদের দেশের নদীর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।তাই প্রশাসনের কাছে আমাদের দাবি যারা নদী থেকে বালু উত্তোলন করছে এবং নদীর জমি দখল করে খাচ্ছে তাদের কাছ থেকে যেন প্রশাসন নদীকে রক্ষা করার জন্য যা যা দরকার তাই যেন প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করে।নদীকে তার আসল রুপ ফিরিয়ে দেয়।