মোঃ সিরাজুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের আকতান মোল্লার ছেলে মোঃ পলাশ মোল্লার বড়শিতে যমুনা নদীতে ধরা পরে এই বিশাল আকৃতির বোয়াল মাছটি।
জানাযায় অন্যান্য দিনের মতো আজকেও সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পদ্মা যমুনা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। হঠাৎ সে বড়শিতে বড় কোন কিছুর টান পায়। যখন সে ছিপ টেনে ডাঙায় তোলে তখন এই বিশাল আকৃতির বোয়াল মাছটি দেখতে।
পলাশ বলেন আমি ভাবতেই পারিনি এত বড় বোয়ালমাছ বড়শিতে আটকা্বে। এ মাছটির অনুমানিক মুল্য প্রায় পাঁচ হাজার টাকা।
এ ব্যাপারে গোয়ালন্দ থানা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বলেন দৌলতদিয়া পদ্মা যমুনার অববাহিকায় প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। কিন্তু বড়শিতে এত বড় মাছ আগে আর ধরা পরেনাই। এরকম মাছ এই প্রথম ধরা পরল।