আবদুল্লাহ আল নোমান,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০-২১ রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে হাইব্রিড বোরো ধানের চারা রোপনের রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।(২৫ জানুয়ারি) সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের (করনাইট ) দিঘীয়া গ্রামে ১৪ জন বাছাইকৃত কৃষকের ৫০ একর জমি রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সম্পূর্ণ সরকারি খরচে উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা হবে বলে জানা যায়।উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে, প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.একে এম কামরুজ্জামান সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাহরিয়ার আজম মুন্না উপজেলা পরিষদ চেয়ারম্যান,কৃষিবিদ আফতাব হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি-ঠাকুরগাঁও),কৃষিবিদ সঞ্জয় দেবনাথ উপজেলা কৃষি অফিসার ও ২ নং ইউপি চেয়ারম্যান এনামুল হক ও সুবিধাভোগী ১৪ জন কৃষক সহ প্রমুখ।