মোঃ সিরাজুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এ সময় এক নারী সহ ৪ মাদক সেবীকে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে। পরে তাদের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে রাজবাড়ী জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলো দৌলতদিয়া ঘাট যৌনপল্লীর লাবনীর বাড়ীর ভাড়া টিয়া আব্দুল হকের স্ত্রী লাবনী খাতুন (৩৬) রাজবাড় সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি এলাকার হরিয়ারপুর গ্রামের মৃত শহিদুল শেখের ছেলে ইসমাইল শেখ (৩২), গোয়ালন্দ উপজেলা দেবগ্রাম ইউনিয়ন তেনাপচা গ্রামের মোঃ আনোয়ার মোল্লার ছেলে ফরিদ মোল্লা (৩৫) ও একই গ্রামের মৃত তালেব শেখের ছেলে তমজেদ শেখ (৩৩)।
মাদক দ্রব্য অধিপ্তরের প্রসিকিউটর ধননঞ্জয় চন্দ্র মন্ডল বলেন, শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রফিকুল ইসলাম এর নেত্রত্বে দৌলতদিয়া যৌনপল্লীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে ওই চার মাদক সেবীকে আটক করা হয়। এরপর আদালত তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাম্যমান আদালত পরিচালনাকালে আটক হওয়া দুই মাদক সেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ধারা অনুযায়ী ৩ মাস করে কারাদন্ড দিয়ে রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।