মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভার ২নং ওয়াড সুবিদহাট শাহ্ মাখদুম রহ: দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য নিজস্ব অর্থায়নে এক লক্ষ টাকার চেক মাদ্রাসা কমিটির হাতে তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব মো:আসলাম।
১৯জানুয়ারী মংঙ্গবার সকাল সারে১১টায় থানা রোড আসলাম চত্বরে সুবিদহাট শাহ্ মাখদুম রহ: দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য এচেক মাদ্রাসা কমিটির হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ হাজিপাড়ার মো: বাবলু রহমান,মাদ্রাসা কমিটির মো:ইলিয়াছ আলী,মো:মোতাহারুল ইসলাম সহ বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মো:লতিফুল ইসলাম (ফুল) প্রমুখ।