কাউখালী(পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার আশংকার হাত থেকে বাঁচতে এবং প্রতি নিয়ত নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ কিঃ মিঃ ধরে বিভিন্ন এলাকায় শৈলা ও কেওরা গাছের চারা রোপন করা হয়।
ভাঙ্গল কবলিত মানুষকে রক্ষার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ কায়দায় শৈলাগাছ ও কেওড়া গাছ মানুষের জানমাল রক্ষায় বিশেষ গুরুত্ব বহন করবে বলে পরিবেশ বিশেষজ্ঞরা জানান।
গতকাল সোমবার উপজেলার গন্ধর্ব আবাসন, চিরাপাড়া গুচ্ছ গ্রাম, জয়কুল শেখ রাসেল শিশুপার্ক, আমরাজুড়ী ও বিড়ালজুরি আবাসন প্রকল্পের নিকটস্থ নিম্নাঞ্চল সহ বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকায় সহস্রাধিক গাছের চারা রোপন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখাকে সহযোগিতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম ও শিশুরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনান নিজ উদ্যোগে গাছের চারাগুলি তার পূর্বের কর্মস্থলের এক সহকর্মীর সহযোগিতায় সংগ্রহ করেছেন।