আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বীরমুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন (৮০) দাফন সম্পন্ন হয়েছে ।
তিনি শুক্রবার সাড়ে ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….. রাজিউন) । তাহার জানাযায় দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে ।
স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী গভীর শোক প্রকাশ করেন এবং শনিবার হোমনা উপজেলায় একদিনের শোক দিবস ঘোষনা করেন । মৃত্যুকালে তিনি ৩ ছেলে ,৭ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । মরহুমের জানাযার নামাজ বাদ মাগরিব হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা ও গার্ড অব অনার প্রদান করা হয় ।
উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকনের সঞ্চালনায় মরহুমের কর্মময় জীবন নিয়ে জানাযাপূর্ব আলোচনায় স্মৃতিচারনমুলক বক্তব্য রাখেন মরহুমের ছোট ছেলে সৈয়দ মো. মেহেদী হাসান, হোমনা-তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ মেরী , জেলা আ’লীগের সভাপতি মু. রুহুল আমিন, সাবেক এমপি মো. আমির হোসেন ভূইয়া, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ,উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ,সহ-সভাপতি ও পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, মো. শাহআলম খন্দকার, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার,তিতাস উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মহসীন ভূইয়া, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ প্রমুখ ।
পরে স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীর পক্ষে দলীয় নেতৃবৃন্দ, জেলা, হোমনা ও তিতাস উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শ্রদ্ধা নিবদেন শেষে তাকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয় ।