নুরল আমিন নীলফামারী জেলা প্রতিনিধিঃ নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে নীলফামারী সদর পৌর বিএনপির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১১ জানুয়ারি সোমবার নীলফামারী পৌর সুপার মার্কেটের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি মাহবুবুর উর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সেক্রেটারি জহুরুল আলম, সদর উপজেলা সেক্রেটারি কাজী জুয়েল, শ্রমিক দলের সেক্রেটারি নেতা জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।