ইমতিয়াজ উদ্দীন জবি প্রতিনিধিঃ ২০২০-২১ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি)বিভিন্ন বিভাগের ৬৫ শিক্ষার্থী।
রোববার (১০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরি এবং নবায়ন গ্রুপসহ এবার ফেলোশিপ পাচ্ছেন মোট তিন হাজার ৩০৫ জন শিক্ষার্থী।
উল্লিখিত শিক্ষার্থীদের মধ্যে এমএস ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৭ শিক্ষার্থী, ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে এই ফেলোশিপ পাচ্ছেন রসায়ন বিভাগের ১৩ শিক্ষার্থী। তারা হলেন- মোঃ মাহমুদুল হাসানতাসনিম রহমান,মাশরিফা আক্তার মিলি,সেবক সরকার,নাসরিন সুলতানা,মোছাঃ শিল্পী খাতুন,সামিরা জেরিন খান,তাহমিনা বিনতে সিরাজ,সুমিত কর্মকার ,ইমরোজ মোহাম্মদ ,মোঃ রফিকুল ইসলাম, এস এম আবু নাঈম, সুমন হোসাইন।
এছাড়া ও এই ক্যাটাগরিতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের ২০ জন , পদার্থ বিজ্ঞানের ৫ জন ,গনিত বিভাগের ১ জন, পরিসংখ্যান বিভাগের ৬ জন , কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগের ১ জন।জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ১৬ শিক্ষার্থী ।এই ক্যাটাগরিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৭জন ,প্রানীবিজ্ঞান বিভাগের ১জন ,অনুজীব বিজ্ঞান বিভাগের ৯ জন,প্রানরসায়ন বিজ্ঞান বিভাগের ১ জন শিক্ষার্থী ফেলোশিপ অর্জন করেন ।শিক্ষার্থীদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।