আইযুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনার জয়পুর ইউনিয়নের অনন্তপুর আঃ বাতেন চিশতী দরবার শরীফের আয়োজনে পবিত্র মিলাদ মাহফিল ও শিতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে প্রয়াত আঃ বাতেন চিশতীর স্মরণ সভা উপলক্ষে শতাধিক শিতার্ত মানুষের মাঝে কম্বল এবং উপস্থিত ব্যক্তিদের মাঝে উন্নত তাবারক বিরতরণ করা হয়।এর আগে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে “আস্তানায় চিশতীয় দরবার শরীফ” শুভ উদ্বোধন করেন মাওলানা মো. জসিম উদ্দিন আল কাদেরী।
এসময় দরবারের খেদমতগার মো. রকিবুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলাদেশ বেতারের গীতিকার কবি আহমদে উল্লাহ, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. মহারাজ, কথাসাহিত্যিক কবি বাসার তাসাউফ, নাট্যকার ও অভিনেতা সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া, স্থানীয় সমাজ সেবক মো. আবু মুসা, বাংলাদেশ যাদু কল্যাণ শিল্পী পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মো. মমিন প্রমূখ।