রায়হান আহমেদ, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে গাছের নিচে চাঁপা পড়ে দুলাল সরদার(৪৫) নামে এক অসহায় দিনমজুর শ্রমিক নিহত হয়েছে। নিহত দুলাল কাজীবাকাই এলাকার দক্ষিণ ভাউতলি গ্রামের হাসেম সরদারের ছেলে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।এলাকা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, দক্ষিণ ভাউতলি গ্রামের গাছ ব্যবসায়ী এছাহাক সরদারের ক্রয়কৃত কয়েকটি রেইন্ট্রি গাছ শ্রমিক হিসেবে কাটতে যান দুলাল সরদার। এ সময় একটি আস্তা গাছ ছিটকে তার মাথার উপর পড়ে। এতে করে দুলাল সরদার গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গৌরনদী উপজেলার আশোকাঠি হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।নিহত দুলালের ভগ্নিপতি মোসলেম আকন বলেন, গাছের নিচে পড়ে দুলাল প্রথমে আহত হয়। পরে তাকে হাসপাতাল নিলে সে মারা যায়।ব্যবসায়ী এছাহাক সরদার বলেন, আমার ক্রয়কৃত গাছ কাটার সময় গাছ পড়ে দুলাল মারা গেছে।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, দুলাল গাছের নিচে পড়ে মারা গেছে। তার লাশ আশোকাঠি হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।