রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (২৫) ও জাইদুল ইসলাম (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে ২০৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব-১৪ জামালপুর।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত রফিকুল বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামের আব্দুস সালামের ছেলে ও জাইদুল ইসলাম রৌমারী ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের জিয়াদ আলীর ছেলে বলে জানা গেয়েছে।
জামালপুর র্যাব-১৪’র কমান্ডার এএসপি সবুজ রানা জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে ২০৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, র্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।