সেলিম সম্রাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে আম ও কাঁঠাল গাছের চারা বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিজ উদ্যোগে ১২০ টি পরিবারকে একটি আম গাছের চারা ও একটি কাঁঠাল গাছের চারা বিতরণ করেন।
এসময়, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ইউএনও মাহামুদুল হাসান। পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোহাম্মদ আসাদুল্লাহ, পাটগ্রাম উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শ্যামল রায়, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক। দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাফিউল আলম বাবুল, ইউনিয়ন পরিষদের সদস্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।