এম.জে.এ মামুন: কুমিল্লার দেবিদ্বারে গভীর নলকূপের বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ অন করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন শাহজাহান মিয়া(৫৫) নামে এক প্রতিবন্ধী কৃষক।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের কৃষি জমির পানি ছাড়তে গভীর নলকূপের বৈদ্যুতিক পাম্পের সুইচ অন করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রতিবন্ধী কৃষক শাহজাহান মিয়া সুবিল গ্রামের মৃত; আয়েত আলীর পুত্র এবং সাবেক ইউপি মেম্বার আবুল হোসেনের ছোটভাই।
স্থানীয় ইউপি মেম্বার আবু হানিফ নাগরিক ভাবনাকে জানান, মটারের সাথে কোন কারনে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে মাঠের কৃষকরা পানি পেতে দেরী হওয়ায় নলকূপের পাশে এসে এঘটনা দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(তদন্ত) খাদেমুল বাহার আবেদ ঘটনার সত্যা স্বীকার করে বলেন, বোর ধানের জমিতে গভীর নলকূপের সেচ পাম্প ছাড়তে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে তদন্তে গেছেন। নিহত কৃষক শারিরীক প্রতিবন্ধী ছিলেন।