1. [email protected] : Nagorik Vabna : Nagorik Vabna
  2. [email protected] : Amrito Roy : Amrito Roy
  3. [email protected] : Borhan Uddin : Borhan Uddin
  4. firozhossen[email protected] : Rakib Uddin Bokul Bokul : Rakib Uddin Bokul Bokul
  5. [email protected] : Holy Siam : Holy Siam
  6. [email protected] : Mohaiminul Islam : Mohaiminul Islam
  7. [email protected] : Mozammel Haque : Mozammel Haque
  8. [email protected] : Naem Islam : Naem Islam
  9. [email protected] : Rifan Ahmed : Rifan Ahmed
সোমবার, ০৫ জুন ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন

আমার দল নয়, অন্য কেউ নৈরাজ্য চায়: ইমরান

  • সর্বশেষ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৯ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দল পিটিআই নয়, অন্য কেউ দেশে নৈরাজ্য-অরাজকতা চায়। সোমবার (২২ মে) টিভি ও সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভাষণে সাবেক এই প্রধানমন্ত্রী একথা বলেন।

পাকিস্তানে এখন যা ঘটছে তা আগে কখনও ঘটেনি বলেও এসময় মন্তব্য করেন ইমরান। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

ইমরান খান বলেছেন, গত ৯ মে ঘটা সহিংস ঘটনার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল পিটিআইকে নির্মূল করার জন্য পরিস্থিতি সৃষ্টি করে পরিকল্পনামতো সুবিধা নেওয়া, সেটিও আবার এমন এক সময় যখন তার দল নির্বাচনের কথা বলছে। পাকিস্তানে ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে জনগণ তাদের অধিকারের জন্য আর আওয়াজ না তোলে।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী এদিন লাহোরে জিন্নাহ হাউসে হামলার তদন্ত দাবি করেন এবং ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এনে তদন্ত করার আহ্বান জানান। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার ভাই নওয়াজ শরিফ দেশের বিচার বিভাগকে বিভক্ত করার এবং জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় ইমরানকে জামিন দিয়েছেন ইসলামাবাদ এটিসি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, মঙ্গলবার ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত বিচারিক কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে জামিন দেন।

পিটিআই প্রধানের আবেদনের শুনানির পর আদালত আগামী ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী মঙ্গলবার ইসলামাবাদে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সামনে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। ইমরান ইতোমধ্যেই বলেছেন, আদালতে শুনানির জন্য রাজধানীতে থাকার সময় তিনি গ্রেপ্তার হওয়ার ‘৮০ শতাংশ সম্ভাবনা’ দেখছেন।

গত রাতে টুইটার স্পেসেস-এ একটি অধিবেশনে তাকে হেফাজতে নেওয়া হলে বা গ্রেপ্তার করা হলে সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান ইমরান। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমি জনগণকে শান্তিপূর্ণ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা যদি সহিংস হন তবে তারা আবার দমন করার সুযোগ পাবে। আমাদের সবসময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।’

পিটিআই চেয়ারম্যান দাবি করেছেন, তিনি সব মামলায় জামিন পেলেও তার গ্রেপ্তারের সম্ভাবনা ‘অনেক বেশি’। তিনি বলেন, ‘আমার কাছে জামিনের জন্য প্রয়োজনীয় সব আছে কিন্তু পরিস্থিতি এমন যে তারা আমাকে আবার গ্রেপ্তার করতে পারে।’

তিনি আরও বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের মৌলিক অধিকার এবং এমনকি সেনা সদর দপ্তরের বাইরেও অহিংস বিক্ষোভ করা থেকে কেউ জনগণকে বাধা দিতে পারে না।

ফেসবুকে শেয়ার করুন

আরও নিউজ পড়ুন ...