সাইফুল্লাহ সাইফ : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকায় র্যাবের অভিযানে ছয় লাখ টাকা দামের বিরল প্রজাতির তক্ষক ও ২টি মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, করিমগঞ্জ উপজেলার উজানভড়াটিয়া গ্রামের মৃত আ. হামিদের ছেলে মো. মোস্তাকিম (৩২) ও একই উপজেলার আশুতিয়া গ্রামের মৃত আলীর ছেলে মো. মানিক (৫০)।
শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় র্যাবের কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান দৈনিক নাগরিক ভাবনাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহরিয়ার মাহমুদ খান জানান, জানতে পারি, একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রয় করছে।
বৃহস্পতিবার রাতে (১৮ মে) করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির একটি তক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানিয়েছেন, তারা তক্ষকটি সিলেট জেলা থেকে ৬ লাখ টাকায় বিক্রির উদ্দেশে সংগ্রহ করেছে। আসামিদের বিরুদ্ধে জেলার করিমগঞ্জ থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।