1. [email protected] : Nagorik Vabna : Nagorik Vabna
  2. [email protected] : Amrito Roy : Amrito Roy
  3. [email protected] : Borhan Uddin : Borhan Uddin
  4. firozhossen[email protected] : Rakib Uddin Bokul Bokul : Rakib Uddin Bokul Bokul
  5. [email protected] : Holy Siam : Holy Siam
  6. [email protected] : Mohaiminul Islam : Mohaiminul Islam
  7. [email protected] : Mozammel Haque : Mozammel Haque
  8. [email protected] : Naem Islam : Naem Islam
  9. [email protected] : Rifan Ahmed : Rifan Ahmed
সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন

দুই ক্রিকেটারের বিরুদ্ধে পুলিশ পেটানোর অভিযোগ

  • সর্বশেষ: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৬০ বার পঠিত

দুই পুলিশকর্মীকে পেটানোর অভিযোগ উঠল দুই রঞ্জি ক্রিকেটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। দিন দুয়েক আগে এই দুই ক্রিকেটারের সঙ্গেই বাজে আচরণের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল দুই পুলিশকর্মীকে। তার পরেই ঘটেছে এই ঘটনা।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বরুণ শর্মা এবং জিতেন্দ্র কুমার নামে দুই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেকটরকে বহিষ্কার করা হয়। দুই পেশাদার ক্রিকেটার বিনীত পাওয়ার ও প্রশান্ত চৌধুরির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মিরাটের ভামাশা পার্কে অনুশীলন করছিলেন বিনীত এবং প্রশান্ত। সেই সময় ওই দুই পুলিশকর্মী সেই পার্কে অবস্থিত ক্রিকেট অ্যাকাডেমির মূল গেট অবরুদ্ধ করে গাড়ি রাখেন।

বিনীত এবং প্রশান্ত অভিযোগ করেছিলেন, দুই পুলিশকর্মী মাতাল অবস্থায় ছিলেন। দু’জনে দরজা আটকে গাড়ি দাঁড় করিয়ে রেখে ভেতরে মদ্য পান করছিলেন। আর এই দুই ক্রিকেটার অনুশীলন শেষ করে বাইক নিয়ে বেরনোর চেষ্টা করছিলেন প্রধান দরজা দিয়ে। কিন্তু দরজা আটকে গাড়িটি দাঁড় করানো দেখে দুই পুলিশকর্মীকে অনুরোধ করেন গাড়িটি সরিয়ে রাখতে। পুলিশকর্মীরা পাল্টা গালিগালাজ করেন। ফলে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়।

পরে থানায় গিয়ে ক্রিকেটাররা অভিযোগ জানালে দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। এর মধ্যেই নতুন একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে এই দুই ক্রিকেটারকেই দেখা গিয়েছে সেন্ডেল দিয়ে দুই পুলিশকর্মীকে মারতে। এখনও পর্যন্ত দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়নি। তবে এক পুলিশকর্তার দাবি, ভিডিয়ো খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেসবুকে শেয়ার করুন

আরও নিউজ পড়ুন ...