নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে কুচক্রী মহলের নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১মে) বিকালে লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ড এর কুন্দসী গ্রামে মোঃ শুকুর বিশ^াস এর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় যুবক পলাশ শেখ। সম্মেলনে বলা হয়েছে, সম্প্রতি লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কুন্দশী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি কুচক্রী মহল আওয়ামী কর্মী-সমর্থকদের মান-সম্মান ক্ষুন্ন করতে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়ে পড়েছে। ওই মহল রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াসে নানা কুৎসা, ভিত্তিহীন খবর প্রচার করছে।
কুন্দশী এলাকার ওয়াহিদুজ্জামান শেখের ছেলে চিিহ্নত মাদক কারবারী আসিফুজ্জামান শুভ এবং খলিল শেখের ছেলে হৃদয় শেখসহ তার সহযোগিরা গত ৪ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় একই এলাকার লাল্টু বিশ্বাসের ছেলে মাদ্রাসার শিক্ষার্থী সাজেদুল বিশ্বাস (১০) কে তুচ্ছ ঘটনায় মারপিঠ করে। এরই প্রতিবাদে ৫মে (শুক্রবার) আসিফুজ্জামান শুভ(২৪) কে মারপিঠ করা হয়।
এর জের ধরে ওই দিন গভীর রাতে হৃদয় শেখের নেতৃত্বে আকাশ, কারীমূল সহ ১০-১২ জনের একদল দূর্বৃত্ত কুন্দসী এলাকার লাল্টু বিশ^াসের টিনের বাড়িঘর রামদা দিয়ে কুপিয়ে ব্যাপক ক্ষতি করে এবং হোসেন বিশ্বাসের গোয়ালঘর থেকে একটি এড়ে গরু চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পর আসিফুজ্জামান শুভ ও হৃদয় শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ পরিবারের সদস্য ও আওয়ামী কর্মী লাল্টু বিশ^াস, মিন্টু বিশ^াস, হোসেন বিশ^াস, বাবু বিশ^াস সহ কয়েকজনের নামে অপপ্রচার করে। আওয়ামী সমর্থক ও কর্মীদেরকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে বিএনপি ও জামায়াত কর্মী-সমর্থক হিসেবে উল্লেখ করে মিথ্যাচার করে তারা। দূর্বৃত্তরা লাল্টু বিশ্বাসের নামে ভুয়া আইডি খুলে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের নামে নানা মন্তব্য করে প্রচার করছে। ফলে তাদের সামাজিক ও দলীয় সুনাম ক্ষুন্ন হয়েছে।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা মোঃ পলাশ শেখ জানান, লাল্টু বিশ^াস, মিন্টু বিশ^াস, হোসেন বিশ^াস, বাবু বিশ^াস এলাকার ত্যাগী ও পরীক্ষিত আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা কে গত নির্বাচনে বিজয়ী করতে তারা অনেক শ্রম দিয়েছেন। কুন্দসী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবু শেখ জানান, কুন্দসী গ্রামের লাল্টু বিশ^াস, মিন্টু বিশ^াস, হোসেন বিশ^াস, বাবু বিশ^াস সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন ভালো মানুষ হিসাবেই পরিচিত।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন কুন্দসী ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ শুকুর বিশ^াস, সাবেক মেম্বর ও কুন্দসী ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নেপাল দত্ত, আওয়ামী কর্মী মোঃ শরিয়ত বিশ^াস বাবু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাইমুর রহমান আরমান প্রমুখ। বক্তারা অপপ্রচারের প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তি দাবি জানিয়ে বলেন, হয়রানি ও সম্মানহানি করতে আওয়ামী কর্মী-সমর্থকদের নামে অপপ্রচার চালানো হয়েছে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। ভূক্তভোগীসহ গ্রামবাসীরা সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ন/ভ