মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার সিএনজি চালক কামাল হত্যার প্রতিবাদ ও খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিতে শনিবার সকালে মুক্তাগাছা থানা ও উপজেলা জগৎ কিশোর রোড মন্ডার দোকানের সামনে মানববন্ধন করেছে উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন।
নিহত কামাল উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে।
প্রতিকূল আবহওয়া উপেক্ষা করে মানববন্ধন করে পরিবারের লোকজন ও উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
বক্তারা চালক কামাল হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুক্তাগাছা উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সা.সম্পাদক কমল দের সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়গ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিক,আ.লীগ নেতা ফয়জুল রহমান,সিরাজুল ইসলাম শ্রমিক ইউনিয়নের শহিদ,আসাদ প্রমুখ।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ জানান,আমি যতদূর জানি,কামাল হত্যা ঘটনায় ধনবাড়ী থানায় মামলা হয়েছে। তবে আইনের ভিতরে থেকে ঘটনা উদঘাটন ও আসামি গ্রেফতারে সকল প্রকার আইনি সহযোগিতা দিবে মুক্তাগাছা থানা পুলিশ।
উল্লেখ্য,চলতি মাসের ২৭ তারিখ (সোমবার) ধনবাড়ী থানার মধুপুর-জামালপুর মহাসড়কের নাথেরপাড়া এলাকায় আনুমানিক রাত ৮ টার দিকে চালক কামালকে হত্যা করে সিএনজি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নাগরিক ভাবনা/এইচএসএস