1. [email protected] : Nagorik Vabna : Nagorik Vabna
  2. [email protected] : Amrito Roy : Amrito Roy
  3. [email protected] : Borhan Uddin : Borhan Uddin
  4. firozhossen[email protected] : Rakib Uddin Bokul Bokul : Rakib Uddin Bokul Bokul
  5. [email protected] : Holy Siam : Holy Siam
  6. [email protected] : Mohaiminul Islam : Mohaiminul Islam
  7. [email protected] : Mozammel Haque : Mozammel Haque
  8. [email protected] : Naem Islam : Naem Islam
  9. [email protected] : Rifan Ahmed : Rifan Ahmed
বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:২৩ পূর্বাহ্ন

বেলকুচিতে ভূয়া মানবাধিকার কর্মী আটক

  • সর্বশেষ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৪১ বার পঠিত

মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ: শুক্রবার সকালে ১০টার দিকে এ ঘটনা ঘটে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাজারে। বাজারের মিষ্টি ব্যবসায়ী ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির বেলকুচি শাখার সেক্রেটারি জানান শুক্রবার সকাল ৮ টায় দিকে তানভীর তাহারাত নামের ঐ ব্যাত্তি তার মিষ্টির কারখানায় যায় । তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রীর নিকট থেকে তার মোবাইল নাম্বার নিয়ে মোবাইলে তাকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। এতে তার সন্দেহ হয় পরে সে তাকে তার মিষ্টির দোকানে আসতে বলে। পরে তানভীর তাহারাত তার মিষ্টির দোকানে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। উল্লেখ্য যে এর আগে তানভীর তাহারাত নামের ঐ ব্যক্তি গত শুক্রবার অথ্যাৎ রোজার প্রথম দিন বিভিন্ন মিষ্টির দোকানে যায় এবং সে অ্যামেনিষ্টি ইন্টারন্যাশনালের একজন ইনভেস্টিগেটর পরিচিত দেয় ।পরে সে বিভিন্ন মিষ্টির কারখানায় যায় । সেখানে গিয়ে সে অভিযোগ করেন যে মিষ্টির কারখানায় পরিবেশ স্বাস্থ্য সন্মত নয়। এ নিয়ে সবাইকে ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন মিষ্টির ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায় করে। এদের মধ্যে মুসলিম সুইটস থেকে ২৫০০ টাকা, ঘোষ মিষ্টান্ন ভান্ডার থেকে১০০০ টাকা, ঘোষ সুইটস থেকে ১০০০ টাকা এবং ঘোষ ভান্ডার থেকে ১২০০ টাকা চাঁদা নিয়ে যায়। ইতিমধ্যে এ ঘটনা জানাজানি হলে সেখানে উৎসুক জনতা ভিড় জমায় এক পর্যায়ে জনতা উত্তেজিত হয়ে থাকে গণধোলাই দেওয়ার চেষ্টা করলে তাকে সে মুকুন্দগাতি বাজার বনিক সমবায় সমিতির সহ-সভাপতি ও সেক্রেটারির নিকট হস্তান্তর করে। । মুকুন্দগাতি বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামাণিক পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ এসে তাকে গণধোলাইর হাত থেকে রক্ষা করে এবং তার পরিচয় পত্র জব্দ করে। এ ঘটনায় অ্যামিনিষ্টি ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করলে জানা যায় তাদের এ নামে কোন কর্মী নেই এবং এখন পর্যন্ত তারা কোন ব্যাত্তিকে এধরনের পরিচয় পত্র প্রদান করেননি।

ফেসবুকে শেয়ার করুন

আরও নিউজ পড়ুন ...