সাহিম রেজা, গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিন সীচা (গাছবাড়ী) গ্রামের সোহেল রানা (২৩) হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় আসামী মোঃ আব্দুল খালেক (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৩১ মার্চ) র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাযায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ৩০ মার্চ র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন উত্তর শ্রীপুর (গাছবাড়ী) এলাকায় এক অভিযান পরিচালনা করে ভিকটিম সোহেল রানা (২৩) হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় পলাতক আসামী উপজেলার উত্তর শ্রীপুর (গাছবাড়ী) এলাকার মৃত আবুল হোসেন এর ছেলে মোঃ আব্দুল খালেক (৪৫) কে গ্রেফতার করেছে।
ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ নিজেকে আত্নগোপন করে বারবার তার অবস্থান পরিবর্তন করত। র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় আসামী বলে স্বীকার করে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নাগরিক ভাবনা/এইচএসএস