আইয়ুব আলী, হোমনাঃ কুমিল্লার হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, অবৈধ সিএনজি, ইজি বাইকের চলাচল নিয়ন্ত্রণ, যানজট, ফুটপাথ দখলমুক্ত করাসহ সার্বিক বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুম পারভিন নুনা, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন,ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, মো. জসিম উদ্দিন সওদাগর, জালাল উদ্দিন খন্দকার, মো. শাহজাহান মোল্লা, মো. মোজাাম্মেল হক, মো.তাইজুল ইসলাম মোল্লা, মো. সাদেক সরকার, প্যানেল চেয়ারম্যান মো. সাব্বির আহাম্মেদ, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এনভি/এইচএসএস