
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ
মুসলিম ইনস্টিটিউটের আয়োজনে চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মুসলিম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল এবং মুসলিম ইনস্টিটিউটে উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ সিরাজুল ইসলামের যৌথ সভাপতিত্বে ও অধ্যাপক দিলরুবা সারমিন এবং মোঃ মোতাহার হোসেন লিটুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী হযরত আলী, রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশরাফ উদ্দিন রেজভী, বঙ্গবন্ধু পরিষদের সদস্য মোঃ মজিবুর রহমান সরকার, ডা. মফিদুল ইসলাম, শিক্ষক সাইদুর রহমান, ডা. স্বপন কুমার সরকারসহ প্রমুখ। আলোচনা শেষে
চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীর মাঝে শুভেচ্ছা উপহার ও সনদপত্র বিতরণ করা হয়।
আরও নিউজ পড়ুন ...