
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় গভীর রাতে একটি লরি ট্রাকের চাকায় আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বিত্তরা।এ ঘটনায় গাড়ির মালিক সারোয়ার আলম, ৮০ হাজার টাকা ক্ষয়ক্ষতি দেখিয়ে থনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলিগাতি ইউনিয়নের গাতিপাড়া গ্রামের সারোয়ার আলম তার গাড়িটি উপজেলার তেলিগাতী বাজার সংলগ্ন দুর্জয় ফিলিং স্টেশন সাথে প্রতিদিন রাখেন। গত ২৪ মার্চ রোজ শুক্রবার দিবাগত রাতে তার গাড়ি থেকে তেলের ট্যাংক খুলে তেল নিয়ে কাপড়ের মধ্যে আগুন লাগিয়ে গাড়ির চাকায় আগুন দেয় দুর্বৃত্তরা।
গাড়ির মালিক সারোয়ার আলম বলেন, আমি প্রতিদিনের ন্যায় গাড়িটি পেট্রোল পাম্পের কাছে রাখি। কে বা কারা গভীর রাতে আমার ক্ষতি করার উদ্দেশ্যে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে করে আমার গাড়ির চাকাটি পুড়ে যায়। আমার প্রায় লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
আরও নিউজ পড়ুন ...